Sunday 1 November 2015

Walton Primo C4 Hands On Review - প্রিমো স্মার্টফোন হ্যান্ডস অন রিভিউ

Walton Primo C4 Hands On Review - প্রিমো স্মার্টফোন হ্যান্ডস অন রিভিউ

Walton Primo C4 Hands On Review - প্রিমো স্মার্টফোন হ্যান্ডস অন রিভিউ

স্মার্টফোন কিনবেন কিন্তু বাজেট সমস্যা? কিন্তু স্মার্টফোন একটা না হলে কি চলে? চিন্তার কিছু নেই। Walton নিয়ে এলো শুধুমাত্র আপনার কখা চিন্তা করেই ৩,১৯০ টাকায় স্মার্টফোন। ভাবছেন এত কমদামের ফোন কি ভালো হবে?
আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র ৩,১৯০ টাকায় আপনারা একটি স্মার্টফোন পাচ্ছেন, এটাও তো কম কিছু না। চলুন বেশি কথা না বাড়িয়ে একনজরে দেখে নেয়া যাক এই মোবাইলের ফোনের হাইলাইটস

Handset Highlights:

Display: 3.5” HVGA
O.S: 4.4.2 Kitkat
Ram: 512
Rom: 512 MB
Camera: 1.3 MP rear, Front VGA
CPU: 1.2 GHz (Single Core)
GPU: Mali 400
Battery: 1300 mAh
দাম: মাত্র ৩,১৯০ টাকা।
৩ টি কালারে ফোনটি পাওয়া যাচ্ছে। ব্লু, ব্লাক এবং সিলভার।
কি, দারুন না? মাত্র ৩.১৯০ টাকায় আপনারা পাচ্ছেন দারুন এই মোবাইলটি।
Screenshot_2

Built Quality & Design

সম্পূর্ণ কালো রঙের এই মোবাইলটির লুক প্রশংসনীয়। মোবাইলটি হাতে নিলেই একটা প্রিমিয়াম ভাব চলে আসে। অন্তত প্রথম দেখায় কেউ বলতে পারবেনা মোবাইলটি এতটা স্বল্প মূল্যের। মোবাইলের একদম উপরের দিকে রয়েছে Front camera.
Screenshot_2
ডিসপ্লের একদম নিচের দিকে পাবেন ৩টি ক্যাপাসিটিভ টাচ প্যানেল।
Screenshot_1
মোবাইলের একদম উপরের দিকে পাবেন পাওয়ার বাটন আর ঠিক পাশেই রয়েছে 3.5 MM Audio jack Port.  এছাড়া মোবাইলের ডান দিকে রয়েছে Volume rocker button.
Screenshot_7
আর মোবাইলের ঠিক নিচের দিকেই রয়েছে Micro USB Charger.
dddd
মোবাইলের পেছনেই রয়েছে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা। আর ক্যামেরার সাথে রয়েছে ২টি উজ্বল ফ্ল্যাশ লাইট। আর ক্যামেরার ঠিক পাশেই রয়েছে লাউড স্পিকার।
Screenshot_5
মোবাইলের ব্যাক পার্ট খুললেই পাবেন 1300 mAh battery. এছাড়া উপরের দিকে পাবেন ২টি সীম স্লট এবং মাইক্রো এস.ডি কার্ড স্লট।
Screenshot_8
মোবাইটির বডি ডাইমেনশন: উচ্চতা ১১৭.৮ মিলিমিটার, প্রস্থ্য ৬৩ মিলিমিটার, এবং প্রসস্থ্য ১২.২ মিলিমিটার। ব্যাটারি সহ মোবাইলটির ওজন মাত্র ১১২ গ্রাম।
ss
মোবাইলের ব্যাকপার্ট সমান্তরাল নয় বলে ব্যাকপার্টে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা কম।

চলুন দেখে নেই আপনারা এই মোবাইলের সাথে যা যা পাচ্ছেন তা হলো:

** USB চার্যার
** User Manual
** Screen Protector
** 3.5 MM Audio Jack port.
** Warranty Card.
Screenshot_9

O.S:

মোবাইলের OS হিসেবে আপনারা পাচ্ছেন Android 4.4.2 Kitkat.
Screenshot_2015-01-01-08-08-43

Display & Touch

সম্পূর্ণ কালো রঙের প্লাষ্টিকে মোড়ানো এই মোবাইরের ব্যাক প্যানেল। ডিসপ্লে-তে ব্যবহার করা হয়েছে 3.5” HVGA screen. যার স্ক্রিন রেজুল্যুশন হলো 480 x 320 Pixel. ভাবতে পারেন কমদামী মোবাইল বলে মোবাইলের টাচ কেমন হবে? আপনাদের টেনশন দূর করে দিচ্ছি। মোবাইলের টাচ যথেষ্ট ভালো এবং রেস্পঞ্ছিভ। এই মোবাইলে ২ আঙ্গুল পর্যন্ত টাচ সাপোর্ট করে।
ডিসপ্লেতে কোন প্রটেকশন না থাকায় আপনাকে অবশ্যই স্ক্রিন প্রটেকটার ব্যবহার করতে হবে।
Screenshot_2015-06-29-17-32-24

User interface:

ইউজার ইন্টারফেস গতানুগতিক কিটক্যাটের মতই। মোবাইলের ইউজার ইন্টারফেস আপনাদের হতাশ করবেনা মোটেই। মোবাইলের App draywer থেকে শুরু করে প্রায় সব কিছুই আপনার ভালো লাগবে। আর যদি আপনি ষ্টক ইউজার ইন্টারফেসে অসন্তুষ্ট হন তো বিভিন্ন লঞ্চার ব্যবহার করার সুযোগ তো রয়েছেই আপনার জন্য।
হোম স্ক্রিন:
Screenshot_2015-01-07-06-29-59
এপস ড্রয়ার:
Screenshot_2015-01-07-06-30-05
Screenshot_2015-01-07-06-30-09
আরো কিছু ছবি দেখে নেই:
Screenshot_2015-08-26-17-40-24
UI (2)
UI (6)
UI (8)
UI (9)
UI (10)

র‌্যাম এবং রম

এই্ মোবাইলে আপনারা র‌্যাম পাচ্ছেন ৫১২ মেগাবাইট। যার মধ্যে ইউজার এভেইলেবল র‌্যাম পাচ্ছেন ৪৭০ মেগাবাইট। মাত্র ৩,১৯০ টাকার মোবাইলে এর চেয়ে বেশি র‌্যাম আশা করাটা নিশ্চয় ঠিক হবে না।
UI (1)
Walton Primo C4 মোবাইলে রম পাচ্ছেন আপনারা ৫১২ মেগাবাইট। এর মধ্যে প্রায় ২০০ মেগাবাইট এপস ইনষ্টল করতে পারবেন। এছাড়া 32 GB External SD Card ব্যবহার করার সুবিধা তো রয়েছেই।

CPU & GPU

এই মোবাইলে ব্যবহার করা হয়েছে 1.2 GHz (Single Core) এবং Mali 400 GPU.
Screenshot_2015-08-26-17-03-50

Camera

মোবাইলের রয়েছে 1.3 MP রিয়্যার ক্যামেরা।শুধু তাই নয়, মোবাইলের ব্যবহার করা হয়েছে Dual Flash. এছাড়া সেলফি তোলার জন্য রয়েছে VGA Camera. তবে Video Calling এর ক্ষেত্রে এই ক্যামেরা দিয়ে মোটামুটি পর্যায়ের Voice Chat করতে পারবেন।
ক্যামেরা পিক:
Exif_JPEG_420

বেঞ্চমার্ক:

আমি আমার প্রতিটা রিভিউতে Benchmark Option রেখেছি। এবারো তার ব্যতিক্রম হবে না। Antutu Benchmark দিয়ে এই মোবাইলের বেঞ্চমার্ক টেষ্ট করেছি। এই মোবাইলের বেঞ্চমার্ক স্কোর হলো ৭,৪২৫।
Screenshot_2015-08-26-17-36-26

OTA

Walton এর সকল মোবাইলে এখন OTA System Update সুবিধা থাকছে। যারফলে আপনারা কাষ্টমার কেয়ারে না গিয়েই Direct Online এ মোবাইলের সকল প্রকার অনলাইন আপডেট পাবেন।
Screenshot_2015-01-07-06-34-17

Connectivity and Sensors:

মোবাইলে যে সকল কানেক্টিভিটি রয়েছে সেগুলো হলো wifi, Bluetooth, wlan hotspot, Micro USB.
আর সেন্সরের মধ্যে রয়েছে Motion Sensors: Accelometer 3D

ব্যাটারি:

Walton Primo C4 এ ব্যাটারি ব্যবহার করা হয়েছে 1300 mAh. মোবাইলের রেজুল্যুশন কম বলে ব্যাটারি ড্রেইন হবার সম্ভাবনা নেই বললেই চলে।

দাম:

এই মোবাইলের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৩.১৯০ টাকা।

দূর্বলতা:

মোবাইলের দাম দেখেছেন তো? মাত্র ৩,১৯০ টাকা। এই দামে আপনি কি 2500 mAh Battery আশা করেন? আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। মোবাইলের দামের সাথে সামাঞ্জস্য রেখেই মোবাইলের Hardware নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত:

কি ভাবছেন এত? বাজেট কম কিন্তু স্মার্টফোন কিনতে হবে। মোবাইলটা ফোন কিন্তু কিনতেই হবে। একটু মার্কেট যাচাই করুন। ৩,১৯০ টাকায় কি এর চেয়ে ভালো মানের ফোন আপনি পাবেন? Just Go for. আমি নিশ্চিত করে বলতে পারি এই ফোনটি আপনাকে হতাশ করবে না।

No comments:

Post a Comment

Next Previous Home