Sunday, 1 November 2015

Walton Primo RM2 Hands On Review

Walton Primo RM2 Hands On Review

Walton Primo RM2 Hands On Review

প্রযুক্তির বাজারে Walton আরো একটি নতুন পালক যুক্ত করলো Walton. Walton নিয়ে আসলো তাদের এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী Power Bank Mobile, Walton Primo rm2.
Walton Primo Rm2, কেন এই মোবাইল নিয়ে এতো আলোচনা, সেটা আপানার অনেকেই জানেন, তারপরো আমি আপনাদের সুবিধার্তে আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছি এই মোবাইলের সবচেয়ে Powerful দিক হলো এই মোবাইলের ব্যাটারি আর অসাধারণ ক্যামেরা। বেশিরভাগ ইউজারদের প্রধান এবং প্রথম অভিযোগ হলো মোবাইলের ব্যাটারি এবং ক্যামেরা। আর এর সাথে যুক্ত হয় মোবাইলের দাম। কারো মোবাইলের কনফিগ পছন্দ হয় আবার কারো কাছে মোবাইলের ক্যামেরা, ব্যাটারি কোনটাই পছন্দ হয়না। তাহলে মোবাইল কোম্পানী গুলো কোন দিকে যাবে??? তাই আপনাদের সকলের সমস্যার কথা বিবেচনা করে Walton কর্তৃপক্ষ নিয়ে এলো Walton এর এ যাবৎকালের সবচেয়ে Powerful Battery যুক্ত মোবাইল Walton Primo RM2.

চলুন এক নজরে দেখে নেই কি কি অপেক্ষা করছে আপনার জন্য এই মোবাইলে

Handset Highlights:
>5000mAh Powerful Battery
>Android 5.0 Lollipop
>5 inch HD Display with Pure Black IPS & OGS Technology 
>1.3GHz Quad Core Processor, 2GB RAM, 16GB Internal Storage
> BSI 13MP Rear Camera with Auto Focus & BSI 5MP Front Camera with Auto Focus
>OTA Update Enabled

RM2 specs V2
দাম: ১১,৯৯০ টাকা।
কেমন বুঝলেন? কম দামে এই রকম কনফিগারেশন যুক্ত মোবাইল+৫০০০ mAh Giant Jumbo Battery, আর কি চাই আপনাদের?
হ্যা, হয়তো কিছু কিছু জিনিস অনেকের কাছে খারাপ লাগতে পারে। তবে আমার সাথে আপনাদের অনেকের মতের মিল হয়তো হবে না। তবুও আমার কাছে যে বিষয় গুলো খারাপ লেগেছে সেটা আমি আমার আলোচনার শেষের দিকে তুলে ধরবো।
আমার আজকের রিভিউ এ আমি একটু ব্যাতিক্রমধর্মী আলোচনা দিয়ে শুরু করবো।
চলুন, প্রথমেই দেখে নেয়া যাক এই মোবাইলের ক্যামেরা সম্পর্কে:

ক্যামেরা:

এই মোবাইলে রয়েছে BSI 13 MP with Auto Focus rear camera, তাছাড়া আরো রয়েছে BSI 5.0 MP with Auto Focus ফ্রন্ট ক্যামেরা। এছাড়া এই মোবাইল দিয়ে আপনারা Full HD 1080p (1920×1080) Video recording করতে পারবেন। এই মোবাইলের রিয়ার ক্যামেরা দিয়ে তোলা ছবি গুলো এক কথায় অসাধারণ। লো-লাইট ছবি যথেষ্ট মান সম্মত। আরো যে বিষয়টা আপনাদের সাথে না বললেই নয় , তা হলো এই ফোকাস। আর আপনাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি তুলতে অনেক পছন্দ করবেন।
চলুন, আপনাদেরকে এই মোবাইল দিয়ে তোলা ছবি গুলো শেয়ার করি।
camera (1)camera (2)camera (3)camera (5)camera (6)camera (7)camera (8)

এইবার আসি এই মোবাইলের বিল্ট কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। মোবাইলের কনফিগ সহ ইউজার-রা যে বিষয় গুলো প্রাধান্য দেয় তা হলো মোবাইলের গঠন। চলুন এইক নজরে জেনে আসি এই মোবাইলের গঠন সম্পর্কে।

Built Quality & Design

সম্পূর্ণ কালো রঙের প্লাষ্টিকে মোড়ানো এই মোবাইরের ব্যাক প্যানেল। ডিসপ্লে-তে ব্যবহার করা হয়েছে Pure Black IPS & OGS Technology. আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আপনারা পাচ্ছেন 2nd Generating Gorilla Glass. কাজেই যে কোন প্রকার সিম্পল আঁচরে আপনার মোবাইলের ডিসপ্লেতে কোন প্রকার দাগ পরবে না আশা করছি। মোবাইলের পেছনে রয়েছে শক্তিশালী ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আর রাতের বেলা এবং লো-লাইটে ভালো মানের ছবি তোলার জন্য রয়েছে Dual Led Flash. মোবাইলের বাম দিকে রয়েছে Volume Rocker Button, এছাড়া বাম দিকে রয়েছে Power/Sleep-awake button. মোবাইলের উপরের দিকে রয়েছে 3.5 MM Audio Port. মোবাইলের নিচের দিকে রয়েছে Micro USB Charging/Data Transfer Port. মোবাইলের সামনের ভাগে একদম উপরের দিকে রয়েছে 5 MP Front Camera. আর ডিসপ্লে’র নিচের দিকে রয়েছে ৩টি Capacitive Touch Button.
এই মোবাইলের দৈর্ঘ্য 146.5MM, প্রস্থ্য 71.5 MM এবং পুরুত্ব 9.8 MM. আর ব্যাটারি সহ এই মোবাইলের Weight ১৭২ গ্রাম। Weight একটু বেশি লাগতে পারে, কারণ আপনাদেরকে আগেই বলেছি এই মোবাইলের ব্যাটার 5000 mAh Giant Battery.
Screenshot_2Screenshot_3Screenshot_4Screenshot_5Screenshot_6Screenshot_9Screenshot_10

আপনারা এই মোবাইলের সাথে যা যা পাচ্ছেন তা হলো:

** USB Charger
** User Manual
** Screen Protector
** 3.5 MM Ear Phone

O.S:

মোবাইলের OS হিসেবে আপনারা পাচ্ছেন Latest Android OS-Android Lollipop
OS

Display & Touch:

এই মোবাইলের ডিসপ্লেতে ব্যবহার করা হযেছে 5” HD Display, (16.7 M Color) যার স্ক্রিন রেজুল্যুশন হচ্ছে 1280X720, Support 16.7M color. আর ডিসপ্লে’তে ব্যবহার করা হয়েছে Pure Black IPS+OGS প্রযুক্তি। যার ফলে মোবাইলের ডিসপ্লে খুব বেশি ব্যাটারি Drain করবেনা। আর মোবাইলের ডিসপ্লে vivid বলে মোবাইলে তোলা যে কোন ছবি এবং Video হবে অনেক উজ্বল।
এই মোবাইলে 5 Finger Multi Touch Support করে। অর্থাৎ আপনারা এক সাথে সর্বোচ্চ ৫ আঙ্গুল পর্যন্ত ব্যবহার করতে পারবেন। Touch Panel Capacitive & Super Smooth. বলতে গেলে টাচ করার সাথে সাথেই রেসপন্স। আমি একটানা প্রায় এক ঘন্টার মতো এই মোবাইল ব্যবহার করেছি। টাচ প্যানেলে কোন প্রকার ল্যাগিং পাইনি। একদ ‍স্মুদ।
Screenshot_2015-01-01-00-51-31

User interface:

ইদানিং প্রায় সব মোবাইলের ইউজার ইন্টারফেস প্রায় সেম। তবু কিছু কিছু ক্ষেত্রে যে বৈচিত্র নেই তা কিন্তু নয়। কিটক্যাটের সাথে ললিপরের ইউজার ইন্টারফেসে বেশ কিছু পার্থক্য রয়েছে। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এছাড়া মোবাইলে ডিফল্ট থিম চেঞ্জ করার সুবিধা তো রয়েছেই। এছাড়া বিভিন্ন প্রকার থিম ডাউনলোড করে মোবাইলের ডিফল্ট UI পরিবর্তন করার সুবিধা তো রয়েছেই।

র‌্যাম এবং রম

আপনারা জেনে খুশি হবেন আপনারাদের জন্য Walton কর্তৃপক্ষ এই মোবাইলে বরাদ্দ করেছে 2 GB Ram এবং 16 GB Internal Memory. 16 GB ROM এর মধ্যে আপনারা 11.87 GB Unified Storage হিসেবে ব্যবহার করতে পারবেন। আর বাকি যায়গা টুকু মোবাইলের OS & built in Apps install এ ব্যবহার হয়েছে। এছাড়া 32 GB SD Card ব্যবহারের সুবিধা তো রয়েছেই।
আর 2 GB Rom এর মধ্যে আপনারা ইউজার এভেইলেবল হিসেবে আপনারা পাচ্ছেন 1972 MB Ram.
কাজেই মোবাইলের পারফরমেন্স এবং Memory নিয়ে আপনাদের ভাবতে হবে না।
Screenshot_2015-01-01-00-53-09

CPU & GPU

এই মোবাইলে ব্যবহার করা হয়েছে 1.3 GHz Quad Core Processor এবং Mali 400 GPU. 1.3 GHz CPU এর সাথে 2 GB ram এর কম্বিনেশন দারুন। কাজেই আপনারা সলিড পারফরমেন্স পাবেন, এ ব্যপারে কোন সন্দেহ নেই। আর যারা গেমস পছন্দ করেন, তাদের জন্য বলে রাখি, যে কোন প্রকার গেমস, কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনারা নির্বিঘ্নে খেলতে পারবেন।

বেঞ্চমার্ক:

মোবাইল এখন যতটা স্মার্ট, ইউজার-রা এখন তার চেয়ে বেশি স্মার্ট। ইউজার-রা এখন শুধু ক্যামেরা আর ব্যাটারি-ই খোজেনা, মোবাইলের পারফরমেন্সও দেখে। তাই এখন সকল সচেতন ইউজার-রা মোবাইল কেনার সময় মোবাইলের বেঞ্চমার্ক স্কোর সবার আগে দেখে নেয় বা জেনে নেয়। এই মোবাইলের Nena Mark Score হলো 54.8. এছাড়া এই মোবাইলের Antutu Bench Mark স্কোর এসেছে 19,620. যা মোবাইলের দাম এবং কনফিগ অনুযায়ী যথেষ্ট রিজনেবল।Benchmark (2)Benchmark (1)

OTA

Walton এর সকল মোবাইলে এখন OTA System Update সুবিধা থাকছে। যারফলে আপনারা কাষ্টমার কেয়ারে না গিয়েই Direct Online এ মোবাইলের সকল প্রকার অনলাইন আপডেট পাবেন।
Special Features (4)

OTG

OTG (On the GO) Service এর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। যারা এখনো পরিচিত হন-নি তাদের উদ্দেশ্যে বলছি, মোবাইলে OTG থাকার ফলে আপনারা মোবাইলে OTG Cable এর সাহায্যে Mouse, Keyboard, Pendrive ব্যবহার করতে পারবেন। এছাড়া Joy Stick এর সাহায্যে বিভিন্ন রকমের Games খেলার সুবিধা তো রয়েছেই।

Smart Gesture:

Screen Off অবস্থায় মোবাইলের স্ক্রিনে আপনার আঙ্গুলের সাহায্যে বিভিন্ন অক্ষর এঁকে মোবাইল লক থাকা অবস্থায়-ই বিভিন্ন প্রোগ্রাম অন করতে পারবেন। স্ক্রিন শট দেখুন, পরিষ্কার বুঝতে পারবেন।
Special Features (6)

Special Features:

Special Security (Through SMS): 
Remote Phone Lock
Remote Data Wipe
Fetch Back Anti Theft PIN

Anti-theft

Anti-theft সম্পর্কে এর আগেও আমরা একবার বলেছি। আজকে আবারো বলছি। এই সুবিধার ফলে আপনার মোবাইল যদি কখনো চুরিও হয়, তবুও অন্য কেউ আপনার মোবাইল কেউ ব্যবহার করতে পারবে না। আপনাদের সুবিধার জন্য আমরা Anti-theft কিভাবে ব্যবহার করতে হয়, সেটা নিচের Video থেকে দেখে নিন।

ব্যাটারি:

আপনাদের সকলের সুবিধার কথা মাথায় রেখেই Walton আপনাদের জন্য নিয়ে এলো বাংলাদেশের প্রথম 5000 mAh ব্যাটারি। কাজেই এতদিন যারা মোবাইলের ব্যাটারি ব্যকাপ নিয়ে কথা বলতেন, তাদের আর ব্যাটারি ব্যাকাপ নিয়ে কোন অভিযোগ রইলো না বলেই মনে করি।

Connectivity & Sensor

এই মোবাইলে Connectivity এর মধ্যে রয়েছে Wi-Fi: 802.11 b/g/n, Bluetooth V4, Micro USB V2, OTG, Wireless Display Sharing, WLAN Hotspot. আর যে সব সেন্সর রয়েছে সে গুলো হলো
Motion Sensors: Accelerometer (3D) 
Environment Sensors: Light (Brightness) 
Position Sensors: Proximity
GPS module: GPS with A-GPS Network-Assisted GPS Navigation Function

গেমিং পারফরমেন্স:

গেমিং পারফরমেন্স নিয়ে বেশি কিছু না বললেও চলবে। 2 GB Ram, Mali 400 GPU, 1.3 GHz Quad core Processor, কাজেই বুঝতেই পারছেন এক দম সলিড গেমিং Experience হবে আপনাদের।

দাম:

এই মোবাইলের দাম নির্ধারণ করা হয়েছে ১১,৯৯০ টাকা মাত্র। অনেকে হয়তো এই মোবাইল এর দাম এবং কনফিগ নিয়ে অনেক কথাই বলতে পারে। কিন্তু আপনারা একটু নিরপেক্ষ হয়ে ভাবেন তো, ১১,৯৯০ টাকায় এই মোবাইলের কোন জিনিসটা আপনাদের খারাপ লেগেছে????

দূর্বলতা:

আমি আমার প্রতিটা রিভিউতে মোবাইলের কিছু দূর্বলতার কথা উল্লেখ করেছি। কিন্তু আমি এই মোবাইলে উল্লেখ করার মত কোন দূর্বলতা চোখে পরেনি। তবে হ্যা, যে বিষয়টা সবার কাছেই বেশি খারাপ লাগবে তা হলো এই মোবাইল দিয়ে ডিরেক্টে Video Call দেয়া যায়না। এর জন্য আপনাকে 3rd Party Apps যেমন, Skype, We chat, Viber, Messenger, Use করতে হবে।  একটা কথা বলে রাখা ভালো। যেহেতু ব্যাটারি 500o mAh, তাই মোবাইল বেশ কিছুক্ষন চললে ব্যাক-কভার কিছুটা গড়ম লাগতে পারে। এছাড়া উল্লেখ করার মত কোন খারাপ কিছু অন্তত আমার চোখে পড়েনি। অনেকেই ভেবেছিল 5000 mAh ব্যাটারি হওয়ার কারণে RM2 হয়তো অনেক বেশি মোটা এবং ভারী হবে। কিন্তু আপনাদের সেই ধারণ ভুল প্রমান করেছে Walton Primo Rm2.

Walton Primo RM V/S Walton Primo RM2

কেন আমরা Walton Primo RM2 কে এগিয়ে রাখবো Waltonb Primo Rm এর তুলনায়। চলুন একটু নজর দেয়া যাক।

Walton Primo Rm

Walton Primo RM2

Ram: 1 GBRam 2 GB
ROM: 8 GBROM: 16 GB
Battery: 3000 mAhBattery: 5000 mAh
Camera: 8 MPCamera: 13 MP
Front camera: 2 MPFront camera: 5 MP
OS: 4.4.2 KitkatOS: Android Lollipop 5.0
এখন আপনারাই বলুন, সবকিছু বিচারে কোন মোবাইলটি সেরা?

সিদ্ধান্ত:

প্রতিটা মানুষের চাহিদা আলাদা এছাড়া সিন্ধান্ত গ্রহনের ক্ষমতা সবার-ই এক নয়। আমি নিজে যখন বাজারে কোন জিনিস কিনতে যাই, তখন সব সময়-ই আমি চাই আমার সাধ্যের মধ্যে ভালো জিনিস-টি কিনি। কিন্তু আমি যদি আমার বাজেটের বাইরে কোন জিনিস পছন্দ করি, তাহলে সেটা কিন্তু মোটেই সামঞ্জস্যপূর্ণ হলো না। আমি কি বলতে চাইছি এটা আপনারা সবাই বুঝতে পারছেন। কাজেই মোবাইলে কেনার আগে আপনার সাধ্য এবং মোবাইলের কনফিগারেশন অবশ্যই দেখা উচিৎ। তাই আমি মনে করি, ১১,৯৯০ টাকায় এই মোবাইল-টি হতে পারে আপনাদের জন্য একটি বাজেট বান্ধব মোবাইল ফোন। বাকিটা আপনাদের Sense of Judgment উপড়ে ছেড়ে দিলাম।

No comments:

Post a Comment

Next Previous Home